
চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজান উপজেলার এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
লোকটির নাম ছিল বিতান বাড়ুয়া (৪০)।
রবিবার (২৬ এপ্রিল) বিকাল চারটার দিকে বিতান বড়ুয়াকে রাউজানের পশ্চিম গহিরা অংকুরি ঘোনায় গুলি করে হত্যা করা হয় ।
নিহত বিতান বাড়ুয়া ছিলেন পশ্চিম গহিরা ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
তিনি বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মৃত বিতান বাড়ুয়ার স্ত্রী জানায়,
৮ জন সন্ত্রাসী ৪ টি মটর সাইকেল এসে তাকে মৎস্য হ্যাচারী সামনে নিয়ে গুলি করে হত্যা করে।
গুলির শব্দ শুনে এলাকাবাসীরা আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ বিষয়ে রাউজান থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানায়।
Leave a Reply