
ঘরে বেঁধে রেখে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
পিরোজপুর সদর উপজেলায় স্কুলছাত্রীকে বাড়ি থেকে ফোন দিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার (১১ ই এপ্রিল) পিরোজপুর উপজেলার শারিকতলা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
রবিবার পিরোজপুর সদর থানার ওসি এই তথ্য নিশ্চিত করে।
ভুক্তভোগী ছাত্রী সদর উপজেলার একটি মাধ্যমিক স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
তোমাকে ছাত্রীর মা জানায়, শারিকতলা গ্রামের রিপন (৩৫) তার মেয়েকে প্রায় দিনই স্কুল যাওয়ার পথে উত্ত্যক্ত করে।
অবিভক্ত এস ডি রিপন মাহমুদ (৩৫) পিরোজপুর উপজেলার শারিকতলা গ্রামের বারেকের এর ছেলে।
ভুক্তভোগীরা আরও বলেন, রিপন আমার মেয়েকে ফোন করে জরুরি কাজের কথা বলে ডেকে নিয়ে যায়।
বিকালে গ্রামের লোকজন এসে মেয়েটির মাকে বলে তার মেয়েকে ঘরে আটকে রেখেছে।
মেয়েটির মা সেখানে গিয়ে তার মেয়ের মুখ থেকে শুনে,
রিপন তাকে জোর করে ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করেছে।
পিরোজপুর সদর থানার ওসি মোঃ নুরুল ইসলাম জানায়, রাত্রে ওই মেয়েকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে থানায়।
এখন মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply