September 16, 2021 || 4:24 pm

গ্রামের বিয়ে বাড়িতে সুন্দরী বৌ’দির অ’স্থির নাচের ভিডিও ভাই_রাল, (ভিডিও)

গ্রামের বিয়ে বাড়িতে সুন্দরী বৌ’দির অ’স্থির নাচের ভিডিও ভাই_রাল, (ভিডিও)

হিন্দুদের বি’য়ে বাড়িতে একটি বৌ’দির সুন্দর একটা ডান্সের ভিডিও ভাইরাল হয়েছে, ডান্সের ভিডিওতে দেখা যায় ওই বৌদি গ্রাম্য প’রিবেশে শাড়ি পড়ে ও সুন্দরভাবে ডান্স করছে। ইতিমধ্যে তা’র ডান্সের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

 

তার ভাইরাল হও”য়ার ডান্সের ভিডিওটি আমরা আমাদের পোস্টের দিলা”ম, আপনারা ভিডিওটি উপভোগ করুন আর আমাদের সাথেই থাকুন, এমন নিত্য নতুন ভিডিও পেতে আ’মাদের ফেসবুক পেজে লাইক করুন।

 

 

আরোও পড়ুন.. ছে’লে ঈশা’নের বাবার পরিচয় দিলো নুসরাত! পশ্চিমবঙ্গের অ’ভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান গত ২৬ আগস্ট ফু’টফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ছেলের নাম রে’খেছেন ঈশান। অনেক দিন ধরে ধরে একটি প্র”শ্নের উত্তর খুঁজছে নেটিজেনরা।

 

সেটা হলো, টালিউড অ’ভিনেত্রী নুসরাত জাহানের সন্তানের পিতা কে? পু’ত্রসন্তান নিয়ে প্রেমিক-অভিনেতা যশের সঙ্গে ফিরে আসেন বা’ড়িতে। কিন্তু প্রশ্নের জবাব মেলেনি আ’জও।

 

তবে এবার সংশয়ের অব”সান হলো। সন্তানের পিতা হিসেবে যশকে পরোক্ষভাবে স্বী”কার করে নিলেন নুসরাত। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘এ’কটি ভিডিও শেয়ারের মাধ্যমেই বিষয়টি পরিষ্কার করে’ছেন অভিনেত্রী।

 

তবে সন্তান জন্মের পর সা”মাজিক যোগাযোগ মাধ্যমে তার পো”স্টে অনেকেই নতুন কি’ছুর ইঙ্গিত খুঁজছেন। নেটিজেনদের ধারণা ধীরে ধীরে ঈশা’নের বাবার পরিচয় প্রকাশ করতে চাইছেন এ অ’ভিনেত্রী।’

 

ইনস্টাগ্রামে নতুন একটি ছবি শেয়ার করেছেন নুসরাত। যেখানে তাকে সাদা-কালো ড্রেসে, খোলা চুলে দেখা গেছে। ছবিতে তার মুখে এখনও মাতৃত্বের আনন্দ স্পষ্ট।

 

ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘যাদের পরামর্শ নেবেন না, তাদের কাছ থেকে সমালোচনাও শুনবেন না। ’ হ্যাশট্যাগে লিখেছিলেন, ‘নতুন ভূমিকা’ ‘নতুন মায়ের জীবনযাত্রা’, ‘নতুন মা’।

 

তারই নীচে চিত্রগ্রাহক হিসেবে উল্লেখ করেছিলেন সন্তানের বাবার কথা। লিখেছিলেন, ‘ড্যাডি’, অর্থাৎ বাবা। এ থেকেও কিছুটা পরিষ্কার হয়ে যায় যে, সন্তানের পিতা মূলত যশ।

 

কলকাতার বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে, নুসরাত ও যশ একসঙ্গেই বসবাস করেন। বৃহস্পতিবার একটি ছবি শেয়ার করে নুসরাত লেখেন, ‘যাদের পরামর্শ নেবে না, তাদের কাছ থেকে সমালোচনাও শুনো না।

 

প্রসঙ্গত, ২০১৯ সালে ভালোবেসে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত জাহান। তবে গত বছর সংসার ছেড়ে আলাদা হয়ে যান অভিনেত্রী। তখনই তার সম্পর্ক গড়ে ওঠে যশের সঙ্গে।

Related Posts
x