
গ্রামীন সিম আর পাওয়া যাবে না..
গ্রামীন সিমের ০১৭.. ০১৩… এই সিরিজের আর পাওয়া যাবে না।
বাজারে এই সিরিজের সিম গুলো দেওয়া হবে না ।
বাজারে যে সিম গুলো আছে তা আগামী 2-1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে ।
অপারেটরটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন..
আমাদের হাতে কোন সিম নেই,
খুচরা বিক্রেতার কাছে যে সকল গ্রামীন সিম আছে এগুলো বিক্রি হয়ে গেলে আর পাওয়া যাবে না ।
তিনি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, তিনি আরো বলেন সিম রিপ্লেসমেন্ট করা আর যাবেনা ।
সিম রিপ্লেসমেন্ট এর বিষয় আমরা বিটিআরসি এর কাছ থেকে অনুমোদন পাওয়া যাচ্ছে, তাই হয়তো আর সিম রিপ্লেসমেন্ট করা যাবে না।
বাংলাদেশ সরকার গ্রামীন সিমের কাছে বকেয়া পাওনা কথা বলে,
তিনি বলেন আমাদের এই বকেয়া 3-4 সপ্তাহের মধ্যে সকলের কাছে দৃশ্যমান হয়ে যাবে ।
Leave a Reply