
গ্যালারিতে বসে ফুটবল খেলা দেখছেন ওসামা বিন লাদেন
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সমস্ত পৃথিবী এখন স্তব্ধ হয়ে গেছে,
এ করোনা ভাইরাসের প্রভাব ফেলেছে ক্রীড়াঙ্গনে।




করোনা ভাইরাসের কারণে সকল ধরনের খেলা বন্ধ,
সেই সাথে বন্ধ আছে ফুটবল খেলা।
আর দীর্ঘদিন ফুটবল খেলা বন্ধ থাকার পর গ্যালারিতে শূন্য বিহীন দর্শক নিয়ে আবারও শুরু হলো ইউরোপীয় ফুটবল লিগ।




গ্যালারিতে দর্শকশূন্য থাকার কারণ হল করোনাভাইরাস সংক্রমণ যাতে ছড়াতে না পারে।
এদিকে ইংল্যান্ডের লীগে গ্যালারিতে দেখা গেল ওসামা বিন লাদেন, এ নিয়ে তুমুল সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।




কিন্তু আমেরিকা দাবি করেছেন কয়েক বছর আগে ওসামা বিন লাদেন নিহত হয়েছে।




তবে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নশিপের ক্লাবগুলোর দর্শকের সুবিধার জন্য বিশেষ একটি সুবিধা চালু করে দেওয়া হয়েছে।




সমর্থকদের নিজের ছবি কিংবা তার প্রিয় মানুষটির ছবি কার্ডবোর্ডের উপর বসিয়ে পাঠানোর কথা বলা হয়েছিল।




এবং সেই ছবিগুলো খেলার সময় প্রতিটা আসনের উপর বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল,
এবং এই সিদ্ধান্ত অনুযায়ী ওই কার্ডের ওপর বসানো ছবিগুলো গ্যালারিতে প্রতিটি আসনে বসিয়ে দেওয়া হয়েছিল।




যাতে করে মনে হয় গ্যালারি তে তাদের সমর্থকরা বসে আছে।
আর এই সুযোগে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিডস ইউনাইটেডের এক সমর্থক পাঠিয়ে দিয়েছিল আল কায়েদার নিহত হওয়া নেতা ওসামা বিন লাদেনের ছবি সম্বলিত একটি কার্ডবোর্ড।




এবং লিডস ক্লাবের কর্মীরা সেই কার্ডে বসানো ছবিটা গ্যালারির একটি আসনে বসিয়ে রাখে।




অবশ্য এই ঘটনাটি প্রকাশ হওয়ার সাথে সাথে ওই গ্যালারি থেকে ওসামা বিন লাদেনের ছবিটি সরিয়ে ফেলা হয়।




ছবিটি সরিয়ে ফেলার পর ক্লাব কর্তৃপক্ষ ভেবেছিলেন আর কিছু হবে না,
কিন্তু এখন পর্যন্ত ছবিটি রাখার কারণে সমালোচনার ঝড় থামেনি।



Leave a Reply