November 13, 2019 || 11:10 am

গরুর গোবর ও মূত্রের সাবান বাজারে আসছে!

 

এবার ভারতের বাজারে আসছে গরুর গোবর ও গোমূত্রের তৈরি সাবান। ভারতের অন্যতম ডানপন্থী ও উগ্র হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আরএসএসের আদলে থাকা একটি প্রতিষ্ঠান এই পন্য বাজারে নিয়ে আসছে।

‘ভারতের মথুরায় ‘দীন দয়াল ধাম’ নামের একটি প্রতিষ্ঠান চালায় আরএসএস। এই প্রতিষ্ঠান গোবর ও গোমূত্র দিয়ে তৈরি প্রায় ৩০টি পণ্য বাজারে আনার পরিকল্পনা করেছে। এসব পণ্য অনলাইনেও বিক্রি হবে। এ বিষয়ে আমাজন ইন্ডিয়ার সঙ্গে চুক্তি হয়েছে।’ বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

আরএসএসের অধীনস্থ সংগঠন বলা হয় বিজেপিকে,তবে এর বাহিরেও আরো অনেকগুলো সংগঠন চালায় আরএসএস। এই সংগঠনগুলো বিভিন্ন সাইট নিয়ে কাজ করে।

দীন দয়াল ধামের সহকারী সচিব মনীশ গুপ্ত জানান, ‘আমাদের গরুর খামার থেকে গরুর গোবর ও গোমূত্র সংগ্রহ করছি আমরা। সাবান ও ত্বকের অন্যান্য প্রসাধনী তৈরিতে এগুলো ব্যবহার করা হবে। গোবর ও গোমূত্রই হবে এসব পণ্য তৈরির মূল উপাদান।’ টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, দীন দয়াল ধামে মোদি ও যোগী কুর্তার মতো পোশাকও তৈরি করা হবে।

এদিকে আরএসএসের মুখপাত্র বলেন, এই সকল পন্য বিক্রয় করার জন্য আমাজন ইন্ডিয়ার সাথে কথা বলা হয়েছে,এর মাধ্যমে স্থানীয় বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক লাভ বান হবে।

Related Posts
x