May 26, 2020 || 11:40 am

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘করোনা ভাইরাসে’ আক্রান্ত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী,
তার প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য যে কিছু আবিষ্কার করা হয়েছে তা গণস্বাস্থ্য কেন্দ্র থেকেই উদ্ভূত।

এই কঠিন পরিস্থিতিতে জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন মানুষ আমাদের খুব প্রয়োজন।

সোমবার (২৫ মে) জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে জানান, তার করোনা পরীক্ষা করা হলে তার শরীরে করেনা পজিটিভ ফলাফল আসছে,
তিনি সোমবার রাতে এই তথ্যটি নিশ্চিত করেন।

জাফরুল্লাহ চৌধুরী গত রবিবার তার দেহের তাপমাত্রা বৃদ্ধি হলে তার গণস্বাস্থ্যের তৈরিকৃত করোনা কিট দিয়ে জাফরুল্লাহ চৌধুরীর করোনা পরীক্ষা করা হলে পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

এর মানে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত।

এরপর থেকেই জাফরুল্লাহ চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

Related Posts
x