
গণস্বাস্থ্যের করোনা পরীক্ষা কিটের বিকল্প চিন্তা করছে না সরকার; জাফরুল্লাহ চৌধুরী
গণস্বাস্থ্যের উদ্ভাবিত করোনা টেস্ট কিট অনেক সাশ্রয়ী বলে মনে করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।
গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ট্রায়ালের পাশ করলে সরকারের পক্ষ থেকে অনুমোদন পাবে এই করোনা পরীক্ষা কিট।
বুধবার (২০ মে) গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সেমিনারে ড. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্যের কি ছাড়া বিকল্প কিছু বিবেচনা করছে না সরকার।
তিনি আরো বলেন, গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট পরীক্ষায় পাস করবে বলে আশাবাদী তিনি।
কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই কিট অনুমোদনের একটু বিলম্ব হচ্ছে, সেইসাথে এই কিট গুলোর উৎপাদন করা বিলম্ব হচ্ছে।
সরকারের এই বিলম্বের কারণে অন্য বিজ্ঞানী উদ্ভাবক হিসেবে স্বীকৃতি নিতে পারেন বলে সন্দেহ করেন জাফরুল্লাহ চৌধুরী।
তিনি গণস্বাস্থ্যের করো না পরীক্ষা কীট উৎপাদনের জন্য সরকারের কাছে ৫০ কোটি টাকার ঋণের দাবি করেন জাফরুল্লাহ চৌধুরী।
এ সেমিনারে উপস্থিত ছিলেন ড. বিজন কুমার শীল, অধ্যাপক কামরুল আহসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী।
Leave a Reply