March 13, 2020 || 9:10 am

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মিছিল

বৃহস্পতিবার ১১ ই মার্চ খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে।

বিশ্ববিদ্যালয়ে দুপুর বেলা মধুর ক্যান্টিনের সামনে থেকে এই বিক্ষোভ এবং মিছিল শুরু হয়।

পরবর্তীতে এই মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়।

মিছিলে খালেদা জিয়ার ভক্তির দাবিতে স্লোগান দিয়ে প্রকম্পিত করে ছাত্রদলের নেতাকর্মীরা।

এই বিক্ষোভ এবং মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন,

সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল,
এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts
x