
খাদ্য সংকটে ৫ সন্তানকে নদীতে ভাসিয়ে দিলো ‘মা’
করোনা ভাইরাস এর জন্য ঘোষিত লকডাউন মধ্যে খাদ্য সংকটের জন্য ৫ সন্তানকে গঙ্গা নদীতে ফেলে দিলেন এক নারী ।
রবিবার (১২ এপ্রিল) ভারতের উত্তরপ্রদেশের ভাদোলী জেলায় এই ঘটনা ঘটে।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশু গুলোকে তল্লাশি করে।
পুলিশ বলে, অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত নারীটি মানসিকভাবে অসুস্থ ।
স্থানীয় বাসিন্দারা বলেন,
ওই নারী একজন দিনমজুর।
লকডাউন এর কারণে তার উপার্জন নেই।
তার ঘরে যতোটুকু খাবার ছিল সেগুলো শেষ হয়ে গেছে। সে এবং তার সন্তানেরা কিছুদিন যাবত অনাহারে আছে।
সে সন্তানদের এই কষ্ট সহ্য না করতে পেরে,
সে নদীতে তার সন্তানদের ভাসিয়ে দেয় ।
ভারতে এই পর্যন্ত কর্নায় আক্রান্ত ৯ হাজার ১৫২ জন।
এবং করলে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৮ জন।
Leave a Reply