বুধবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার’ অরুয়াইল বাজার থেকে তাকে আটক করা হয়।’
সরাইল থানা অফিসার ইনচার্জ আসলাম হো’সেন বিষয়টি নিশ্চিত করেছেন।’
তিনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। তদন্ত’সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
রবি রায়ের চাচাতো ভাই স্বরজিত কুমার রায় ‘দা’বি করে বলেন, রবি রায়ের আপন বড় ভাই রতন রায়ের হ্যাক করা আইডিতে রতন রায়ের নাম পরিবর্তন করে ছোট ভাই রবি% রায়ের নাম লিখে স্থানীয় হ্যাকাররা ইসলাম ধর্মকে কটাক্ষ করে’ এই পোস্টটি করেছে। এলাকায় হিন্দু-মুসলমানদের মধ্যে সম্পর্ক নষ্ট করাই তাদের উদ্দেশ্য। যেহেতু তার বড় ভাই রতন আ’ইসিটি মামলায় এখনো জেলে আছে তাই রবি রায় এ কাজ কর’বে বিশ্বাস হয় না।%
উল্লেখ্য, গত কয়েক মাস আগে রবি রায়ের বড়’ ভাই কাপড় ব্যবসায়ী রতন রায় (৩৯) ইসলাম ধর্মকে কটাক্ষ’ করে ফেসবুকে পোস্ট দিয়ে বর্তমানে জেলে আছেন।’