June 6, 2020 || 11:50 am

কাল থেকে আবারও ঢাকায় লকডাউন, আগামী বৃহস্পতিবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণা

সমস্ত পৃথিবী জুড়ে চলছে করোনা ভাইরাসের মহামারী,
কোনভাবেই এর প্রতিষেধক এখনো আবিষ্কার করতে পারেনি কোন দেশ।

প্রতিদিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ,
এবং করোনা আক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।

করোনার প্রভাবে প্রতিনিয়ত বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ,
এ করোনা কে ঠেকাতে আবার নতুন করে বাংলাদেশ সরকার নতুন নিয়মে লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামীকাল রবিবার (৭ জুন) থেকে ঢাকা শহর লকডাউন দেওয়ার কথা রয়েছে।

আগামী বৃহস্পতিবার এর মধ্যে দেশের বিভিন্ন এলাকায় এলাকাভিত্তিক লকডাউন দেওয়ার কথা জানা গেছে।

এই ব্যাপারে বিভাগীয় পর্যায়ে গুলোতে ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

বিশেষজ্ঞদের মতে ঢাকায় যে সকল এলাকাগুলোতে কোনো সংক্রমণ সবচেয়ে বেশি ঐসকল এলাকাগুলোতে লকডাউন দেওয়ার কথা রয়েছে।

এই বিষয়ে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনার কারনে লকডাউন দেওয়ার ব্যাপারে ঢাকার বিভিন্ন এলাকা গুলো উচ্চ অধিকারে রয়েছে।

ঢাকার ওইসব এলাকাগুলো চিহ্নিত করা শেষ, এখন শুধু লকডাউন ঘোষণা করার পালা।

এছাড়াও ঢাকার পার্শ্ববর্তী লেখাগুলো গাজীপুর নারায়ণগঞ্জ এগুলোকেও লকডাউনের আওতায় আনা হবে বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার লকডাউন এ করাকরি নিয়ম করা হবে,
কোন কারণ ব্যতীত কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না বলে সূত্রে জানা যায়।

Related Posts
x