June 10, 2020 || 1:13 am

‘করোনা ভাইরাস’ সংক্রমণে বিশ্ব তালিকায় ৩য় স্থানে বাংলাদেশ

বাংলাদেশি করোনা পরিস্থিতি দিন দিন খুব খারাপের দিকে এগোচ্ছে,
বাংলাদেশে যদি এইভাবে করোনার সংক্রমন হতে থাকে তাহলে কোন এক সময় বাংলাদেশে করোনার ভয়াবহ দেখা দেবে।

এই করোনার কারণে বাংলাদেশে শুরু হয়ে যাবে হামারি।

৯ জুন বাংলাদেশে করোনার সংক্রমণ ভয়াবহ দেখা দিছে,
প্রতিদিন এই করোনার সংক্রমণ বেড়ে চলছে।

এবার দেখা গেল করোনা সংক্রমনের দিক থেকে বাংলাদেশ ৩য় স্থানে উঠে এসেছে।

মঙ্গলবার (৩ জুন) বাংলাদেশে করোনার সংক্রমণ ৩১৭১ জন, যা পৃথিবীর মঙ্গলবার ৯ জুনে করোনা সংক্রমণ ৩য় সর্বোচ্চ।

ওই দিনে সব থেকে বেশি করোনা সংক্রমণ হয়েছে রাশিয়ায়,
তার থেকে একটু কম হয়েছে পাকিস্তানের,
এবং ৩য় নম্বর আছে বাংলাদেশ।

একদিন এই করোনা সংক্রমণে বাংলাদেশে ৩য় নাম্বারে।
এমন তথ্য পাওয়া গেছে করোনা ভাইরাসের আপডেট দেয়া ওয়ার্ল্ড ওমিটার ওয়েবসাইটের তথ্য থেকে এসব জানা গেছে।

নতুন রুগীর তালিকায় শীর্ষে থাকা দেশগুলো মেক্সিকো, ইরান, ভারত, ইন্দোনেশিয়া ওমান, কুয়েতে নতুন করে এই করোনা সংক্রমণ বেড়েই চলছে।

এই অবস্থা দেখে বোঝা যাচ্ছে ইউরোপ এবং আমেরিকার ভয়াবহতা দিন দিন কমে যাচ্ছে,
সেইসাথে ভয়াবহতা বাড়ছে বাংলাদেশ, রাশিয়া, পাকিস্তান এসব দেশগুলোতে।

আমাদের বাংলাদেশ করোনার সংক্রমণ ঠেকাতে হলে নিজেদেরকে সচেতন এবং সাবধান থাকতে হবে।

Related Posts
x