
করোনা ভাইরাস শনাক্তের কিট ব্যবহারের অনুমোদন দেওয়া হয়নি এখনো; জাফরুল্লাহ চৌধুরী
গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করা করোনা ভাইরাস শনাক্তের কিট অত্যন্ত কার্যকর দাবি করে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেন, ‘সরকার এখনো করোনা পরীক্ষার কিট পরীক্ষার অনুমোদন দেয়নি’।
আজ সোমবার (১১ মে) ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন তিনি।
ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের করোনা পরীক্ষা সংখ্যা বাড়াতে সরকারের উচিত করোনা পরীক্ষার এই কিট অনুমোদন দেওয়া।
তিনি আরো বলেন, অনুমোদন পেলে প্রতিদিন ১০ লক্ষ কিট তৈরি করতে প্রস্তুত গণস্বাস্থ্য কেন্দ্র।
কিন্তু আনুষ্ঠানিক অনুমতি ছাড়া এটা সম্ভব না।
তিনি আরো বলেন, দেশে এখন করনের চিকিৎসা বিচ্ছিন্নভাবে করা হচ্ছে,
এই চিকিৎসা ব্যবস্থা আরও উন্নতি করা দরকার।
যদি করোনার শনাক্ত দ্রুত করা যায় তাহলে চিকিৎসা দ্রুত করা সম্ভব।
যারা নানা রোগে আক্রান্ত, তাদেরকে ফিরিয়ে না দিয়ে অন্য রোগের চিকিৎসা দেওয়া সম্ভব ।
Leave a Reply