
‘করোনা ভাইরাস’ ল্যাবে তৈরি করা হয়েছে; ভারত
আমেরিকার পাশাপাশি ভারত দাবি করল করোনাভাইরাস ল্যাবে তৈরি করা হয়েছে।
এমনটাই দাবি করলেন ভারতের নরেন্দ্র মোদির মন্ত্রী সভার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি নীতিন গড়কড়ি।
পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী বলেন, প্রাণঘাতী এই করোনাভাইরাস ল্যাবে তৈরি করা হয়েছে।
এই করোনা ভাইরাসটি স্বাভাবিক ভাইরাস নয়, এই ভাইরাসটি কৃত্রিম।
এই করোনাভাইরাস থেকে বাঁচতে হলে, আমাদেরকে এই করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে হবে।
এখন গোটা বিশ্ব এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছে।
এই করোনার কারণে গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে,
আমেরিকার প্রেসিডেন্ট শুরু থেকেই বলে এসেছেন ‘এই করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি করা হয়েছে’।
তাই তাদের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন তিনি।
ট্রাম্পের অভিযোগ চীন সরকার উড়িয়ে দিয়েছে।
বুধবার এক সাক্ষাৎকারে নীতিন গড়কড়ি বলেন, করোনাভাইরাস এই অল্প সময়ে অধিক হারে ছড়িয়ে পড়বে এটা কেউ বুঝতে পারেনি,
কারণ এইটা প্রকৃতিতে জন্ম নেয়নি, করোনা ভাইরাস কিভাবে তৈরি করা হয়েছে।
Leave a Reply