May 4, 2020 || 4:46 am

করোনা ভাইরাস মানুষের শরীরে কত দিন সক্রিয় থাকে, জানালেন করোনা বিশেষজ্ঞরা

প্রাণঘাতী করোনাভাইরাস সারা পৃথিবীর আড়াই লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
প্রতিনিয়ত এই করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।

এই করনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে বিজ্ঞানীরা এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি।

মানবদেহে করোনাভাইরাস কতদিন সক্রিয়ভাবে থাকে তা ফ্রান্সের বিজ্ঞানীরা গবেষণা করে বের করছেন,

ডা. বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১৪ দিন বা ২০ দিন নয়, মানব দেহে এই করোনাভাইরাস ৩৭ দিন পর্যন্ত সক্রিয় থাকে’।
ফ্রান্সের বিজ্ঞানীদের এক গবেষণায় এই প্রমাণ বের হয়ে এসেছে।

এই দিনের মধ্যে যদি কেউ করোনা থেকে মুক্তি পায়,
তারপরও তাকে ৩৭ দিন পর্যন্ত নিজেকে সচেতন এবং সাবধান থাকতে হবে।

এই ৩৭ দিনের মাঝে আবার যদি করোনার উপসর্গ দেখা যায় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ বা চিকিৎসা নিতে হবে।

ডা. বন্দোপাধ্যায় আরও বলেন, ‘করোনা আক্রান্ত থেকে সেরে ওঠা ব্যক্তি একেবারেই নিরাপদ না, মানবদেহে ৩৭ দিন পর্যন্ত এই করোনাভাইরাস সক্রিয় থাকে’।

Related Posts
x