
March 31, 2020 || 10:33 am
‘করোনা ভাইরাস’ প্রতিরোধে আসিফের গান
মরণব্যাধি করোনাভাইরাস নিয়ে এক গানে কণ্ঠ দিলেন আসিফ আকবর।
আসিফের এই গানে করোনাভাইরাস নিয়ে,
সচেতন এবং সাবধানের কথা,
গানে-গানে, সুরে-সুরে বলেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
করোনা ভাইরাস প্রতিরোধে আসিফের এই গানের শিরোনাম ‘আসবে বিজয়’।
এই গানটি লিখেছেন জামাল হোসেন।
এই গানটির সুর করেছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন।
খুব তাড়াতাড়ি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে এই গানটি মুক্তি পাবে।
গানটির সুরকার মুহিন বলে, এই করোনাভাইরাস সারা বিশ্বকে থমকে দিয়েছে।
হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এই করোনা ভাইরাসে।
মানুষকে বাঁচতে হবে এই করোনাভাইরাস থেকে,
তাই আমরা সম্মিলিতভাবে এই গানটি করার উদ্যোগ নেই।
Related Posts