
‘করোনা ভাইরাস’ থেকে মুক্তি পাওয়ার ৮ টি উপায়
বিশ্বের প্রায় প্রতিটি দেশেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে ব্যাপক ভাবে।
বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে,
বাংলাদেশে এই করোনা ভাইরাসে মানুষের মৃত্যু হয়েছে।
এই করোনাভাইরাস থেকে বা মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় বলেছেন গবেষকরা।
যে সকল কাজ থেকে বিরত থাকলে করলা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে..
√ ঘনঘন সাবান দিয়ে ২০ সেকেন্ডের মত হাত পরিষ্কার করতে হবে ।
√ করুণা ভাইরাসে আক্রান্ত রোগীর কাছ থেকে দূরে থাকতে হবে।
√ গণসমাবেশ বা বেশি লোক সমাগম থেকে দূরে থাকতে হবে।
√ হোটেল রেস্টুরেন্টে বা বাইরের খাবার থেকে নিজেকে দূরে রাখতে হবে ।
√ সবসময় মুখে মাস্ক ব্যবহার করতে হবে।
√ হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে।
√ ঘরের মধ্যেই অবস্থান করতে হবে।
√ করোনাভাইরাস এর জন্য সরকার যে সকল নিয়ম কানুন করছে,
সরকারি এসব নিয়ম-কানুন মেনে চলতে হবে।
Leave a Reply