করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে এই ৫ টি কাজ করতেই হবে..

মরণ এই করোনাভাইরাস পৃথিবীর প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে গেছে।

প্রতিদিন এই করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে,
এবং বেড়েই চলছে করোনাভাইরাস নিয়ে মৃত্যুর সংখ্যা।

এখন এই করোনাভাইরাস থেকে মুক্তি পেতে হলে একমাত্র মহাঔষধ সচেতন এবং সাবধানতা অবলম্বন করা।

‘করোনাভাইরাস থেকে বাঁচতে হলে যে সকল কাজ আপনার করতেই হবে’

√ পরিবহন :- সারা বাংলাদেশের চলছে লকডাউন।

গণপরিবহন গুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

গাড়ির সিট গুলোতে করোনাভাইরাস থাকতে পারে।

তাই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে।

√ কর্মক্ষেত্র :- আমরা সবাই জীবিকা নির্বাহের জন্য কর্মক্ষেত্রে যে থাকি।

কর্মক্ষেত্র গুলোতে অনেকে সহপাঠী থাকতে পারে,
তাই আমাদেরকে সব সময় মাস্ক ব্যবহার করতে হবে।

√ গণসমাবেশ :- করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে গণসমাবেশ এড়িয়ে চলতে হবে,
আমরা জানি হাছি- কাশির মাধ্যমে কোন ভাইরাস ছড়ায়, তাই গণসমাবেশ বা লোকজনের ভিড় থেকে নিজেকে এড়িয়ে রাখবো।

√ টাকা পয়সা :- করোনা ভাইরাস সংক্রমণের আর একটি মাধ্যম টাকা পয়সা,
টাকা-পয়সার মাধ্যমেও একজনের কাছ থেকে করোনাভাইরাস আরেকজনের কাছে আসতে পারে।

তাই প্রয়োজনে টাকা পয়সাকে জীবাণুনাশক দিয়ে ব্যবহার করব।

√ শুভেচ্ছা বিনিময় :- করমর্দন – কোলাকুলি এর মাধ্যমেও করোনাভাইরাস ছাড়াই,
তাই এসব থেকে বিরত থাকাই ভালো।

Articles You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *