
‘করোনা ভাইরাস’ কোনো ভয়ানক রোগ নয়; স্বাস্থ্যমন্ত্রী
করোনা মহামারীর ভয়াবহতা নিয়ে যেখানে আতঙ্ক সারাবিশ্ব,
সেখানে করোনা সংক্রমণে যে রোগ ছড়াচ্ছে সেটাকে ভয়ানক রোগ বলে মানতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এটা কোন ভয়ানক রোগ না আমি মনে করি।
বুধবার (১৩ মে) রাজধানী মহাখালীর বিসিপিএস মিলনায়তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বাংলাদেশে করোনা ভাইরাস আক্রমণের মৃত্যুর সংখ্যা কম বলে দাবি করেন তিনি,
তিনি আরো বলেন, ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, এদের তুলনায় বাংলাদেশে কোন ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু কম ।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আপনারা ইউরোপ-আমেরিকার দিকে দেখছেন,
বিভিন্ন বিপর্যয়ের দিক থেকে তাদেরকে এই করোনাভাইরাস হানা দিয়েছে,
সে তুলনায় আমাদের বাংলাদেশে ভালো আছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে কোন ভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর হার অনেক কম,
এর কারণ হচ্ছে বাংলাদেশ করোনা প্রতিরোধ হিসেবে অনেক কাজ করে যাচ্ছে।
আমাদের প্রধানমন্ত্রী প্রতিদিন করোনাভাইরাস নিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য অঙ্গ সংগঠনগুলো সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।
প্রতিটি জেলা-উপজেলায় করোনাভাইরাস এর জন্য আলাদা আলাদা হাসপাতাল তৈরি করা হয়েছে,
সেখানে কোন ভাইরাসের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আপনারা জানেন ঢাকায় কয়েকটি হাসপাতাল তৈরি করা হয়েছে করানোর জন্য।
এবং দেশের প্রতিটি ইউনিয়নে করোনার জন্য কমিটি করে দেওয়া হয়েছে।
যার ফলে বাংলাদেশি এই করোনা সংক্রমণ খুব কম বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।
Leave a Reply