
‘করোনা ভাইরাস’ কত তাপমাত্রায় মারা যায়? জানালেন বিশেষজ্ঞরা
মহামারীর করোনাভাইরাস শীতকালে বেশি ছড়ায় না গ্রীষ্মকালে বেশি ছড়ায় এই প্রশ্নটা অনেকের করে থাকে।
এখনো বৈজ্ঞানিকভাবে এমন কোনো সমাধান আসেনি যে কোন মৌসুমে বেশি ভাইরাস ছড়ায়।
তবে এ করোনাভাইরাস শীত বা গরমে সব পরিবেশে টিকে থাকতে পারে।
করোনার এই পরিস্থিতিতে কোনভাবেই পরিত্রান পাওয়ার উপায় দেখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কোন দেশের পক্ষে এখন লকডাউন ছেড়ে দেওয়া উচিত না, কারণ করোনার বিপদ এখনো কাটেনি।
এশিয়া মহাদেশের দেশগুলো এখন গরমের প্রভাব বেশি,
বিশেষজ্ঞরা ভেবেছিল যে এই করোনাভাইরাস গরমে টিকে থাকতে পারে না, বাস্তবে এমনটা ঘটেনি।
ক্রমশই এর সংক্রমণ বেড়েই চলছে এশিয়ার দেশগুলোতে।
ডা. বন্দ্যোপাধ্যায় জানায়, উষ্ণ-আদ্র আবহাওয়া যদি করোনাভাইরাস কে প্রতিহত করতে,
তাহলে জিম্বাবুয়েতে করোনার সংক্রমণ হতো না।
এরপরেও জিম্বাবুয়েতে করোনার সংক্রমণ ক্রমশই বেড়ে চলেছে।
এর থেকে প্রমাণিত হয় গ্রীষ্মকালের তাপ করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে পারে না।
Leave a Reply