
করোনা ভাইরাসের লক্ষন সর্দি-কাশি হলে আমাদের যা করণীয়
সারা বিশ্বে সকল মানুষের মনে এখন একটাই আতঙ্ক করোনাভাইরাস।
এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে।
এই করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার এখন একটাই উপায় নিজেকে সব সময় সচেতন রাখা।
করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ হল সর্দি-কাশি হওয়া।
সর্দি-কাশি হলে আমাদের যা করণীয়..
√ সর্দি-কাশি দেখা দিলে বেশি বেশি গরম পানি পান করুন,
এবং বেশি বেশি ভিটামিন ‘সি’ জাতীয় খাবার খান।
আর বেশি বেশি লেবু খাওয়া ভালো।
√ সর্দি-কাশি দেখা দিলে আদা-লবণ দিয়ে চা পান করুন।
এবং তেজপাতা দিয়ে পানি ফুটিয়ে সেই পানি পান করুন।
√ সব সময় বাড়িতে অবস্থান করুন, এবং ভালোভাবে বিশ্রাম নিন।
√ বাড়ির সবার কাছ থেকে কয়েক দিন দূরে থাকলে আরো ভালো হয়।
Leave a Reply