
করোনা ভাইরাসের যে ভ্যাকসিন ৯৯% কার্যকর মনে করা হচ্ছে
প্রাণঘাতী এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার এর জন্য পৃথিবীর প্রায় প্রতিটি দেশ উঠে পড়ে লেগেছে।
তবে অনেক দেশেই এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে আশার আলো দেখিয়েছে,
সে ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোন ভ্যাকসিন এখনো অনুমোদন দেওয়া হয়নি।
চীনের বায়োটেক কোম্পানি দাবি করেছেন,
তারা এক নতুন করে এই প্রাণঘাতী করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে, যা ৯৯% কার্যকর হবে বলে দাবি করেন তারা।
চীনের এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এই ভ্যাকসিনটি এখন দ্বিতীয় ধাপে রয়েছে,
গবেষকরা জানিয়েছেন তারা এই ভ্যাকসিনটি ১০০০ স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষামূলক প্রয়োগ করেছে।
এতে করে তারা অনেকটাই সুফল পেয়েছে বলে জানিয়েছেন ওই গবেষকরা।
ওই গবেষকদের মধ্যে একজন গবেষক বলেছেন, আমাদের এই ভ্যাকসিনে আমরা অনেক সফল পেয়েছি,
বলা যায় আমরা ৯৯% সফল হতে পারব এই ভ্যাকসিন নিয়ে।
গবেষকরা জানিয়েছেন, গত মাসেই ভ্যাকসিনটি তারা এক প্রজাতির পালনের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করেছিলেন, এতে সফলভাবে বানর পরীক্ষামূলক প্রয়োগে সফল হয়েছেন।
এই গবেষণা দলের নেতৃত্ব দেওয়া হেলেন ইয়াং বলেন, আমরা এই ভাইরাস পরীক্ষার জন্য ইউরোপীয় দেশগুলোর সাথে আলাপ-আলোচনা করে রাখছি।
Leave a Reply