April 14, 2020 || 7:10 am

করোনা ভাইরাসের নতুন তিনটি লক্ষণ খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা

প্রাণঘাতী এই করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বে এখন আতঙ্ক।

এই করোনাভাইরাস থেকে আক্রান্ত পেতে হলে আমাদেরকে সাবধান এবং সচেতন থাকতে হবে।

নির্দিষ্টভাবে করোনা ভাইরাস থেকে বাঁচার কোন ঔষধ আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা।

তাই করোনাভাইরাস থেকে বাঁচতে হলে,
দেহে করোনার উপসর্গগুলো প্রদর্শন করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিজ্ঞানীরা এই করোনা ভাইরাসের আবার নতুন তিনটি লক্ষণ খুঁজে পেয়েছে।

√ ত্বক জ্বলা :- করোনা ভাইরাসে কিছু আক্রান্ত ব্যক্তিদের ত্বক জ্বালাপোড়া করে।
বিজ্ঞানীরা এখনো এটিকে করোনার উপসর্গ হিসেবে তালিকাভুক্ত করেনি।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সংস্থা এই উপসর্গটি নিয়ে পর্যবেক্ষণ করছে ।

√ ঘনঘন টয়লেটে যাওয়া :- করোনা রোগীর আরেকটি লক্ষণ হলো ঘনঘন টয়লেটে যাওয়া।
করোনার কিছু রোগীর মাঝে এই উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে।
আবার অনেক করোনা রোগীর ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ডায়রিয়া হয়।

√ অণ্ডকোষ ব্যথা :- করোনাভাইরাস এর তৃতীয় হালকা উপসর্গ হলো টেস্টিকুলার ব্যথা বা অণ্ডকোষ ব্যথা।
এই উপসর্গ নিয়ে প্রাথমিক অবস্থায় এক জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন করে এসব লক্ষণ যদি কারো মাঝে উপলব্ধ হয়,
তাহলে তাকে অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Related Posts
x