
‘করোনা ভাইরাসের’ আরো তিনটি উপসর্গ প্রকাশ করল বিজ্ঞানীরা
করোনা ভাইরাসের প্রভাবে পৃথিবীর অবস্থা একদম নাজেহাল,
করোনা ভাইরাসের দীর্ঘ আট মাস পরেও এখনো এর কোন প্রতিশোধক আবিষ্কার করতে পারেনি কোন দেশ বা বিজ্ঞানী।




সমস্ত পৃথিবীর এখন একটাই আতঙ্কের নাম করোনাভাইরাস।
এই অদৃশ্য শত্রু সাথে সমস্ত পৃথিবীর মানুষ এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।




এখন আবার এই করোনাভাইরাস উপসর্গ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করতেছে।




এই করোনা ভাইরাস ধীরে ধীরে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে, এই ভয়ঙ্কর রূপ নেওয়ার পাশাপাশি তার উপসর্গগুলো এগুলো ধীরে ধীরে পরিবর্তন হয়ে আসছে।




মার্কিন সংস্থা সিডিসি এর আগে করোনা ভাইরাসের কিছু সাধারণ উপসর্গ উপস্থাপন করেছিলেন,
পরবর্তীতে তারা করোনা ভাইরাস ভয়ঙ্কর রূপ দেওয়ার কারণে আরো নতুন তিনটি উপসর্গ প্রকাশ করলেন।




আসুন তাদের দেওয়া উপসর্গগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি…
১) জ্বর :- যদিও এই উপসর্গটি অনেক আগে থেকেই ছিল, জ্বরের বিভিন্ন রূপ আছে, তারা হয়তো বলেছেন সাধারন জ্বর একটি করোনা ভাইরাসের উপসর্গ।




২) কাশির সাথে ক্রমাগত নাক দিয়ে পানি বের হওয়া :- করোনা ভাইরাসের এই কঠিন পরিস্থিতির মধ্যে যাদের কাশি এবং নাক দিয়ে ক্রমাগত পানি ঝরবে, তাদেরকে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।




৩) বমি বমি ভাব এবং হালকা ডায়রিয়া :- সব উপসর্গের পাশাপাশি যদি এই হালকা ভাবে বমি বমি ভাব এবং ডায়রিয়া থাকে তাহলে তার নমুনা পরীক্ষা করাতে হবে।




মার্কিন সংস্থাটি করোনা ভাইরাসের এই তিনটি নতুন লক্ষণ প্রকাশ করেছেন তাদের ওয়েবসাইটে।
যদি সকল উপসর্গ কারো মাঝে দেখা যায় তাহলে আমরা জনসমাগম এড়িয়ে চলব, এবং সব সময় মাস্ক ব্যবহার করব।




সেই সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।
Leave a Reply