May 10, 2020 || 10:15 pm

করোনার আইসোলেশনে তরুণ-তরুণীর প্রেম, সুস্থ হয়ে প্রেমের সার্থকতা

প্রেম কখনো বাধা মানে না, প্রেমের টানে অনেকেই ঘর ছেড়েছে,
প্রেমের কারণে অনেকেই আবার দিয়েছে জীবন।

প্রেম স্বর্গ থেকে আসা একটি সুখ, মুখে যুগে প্রেমের কিছু নিদর্শন রেখে গেছে মানুষ।
এমন একটি নিদর্শন পাওয়া গেল করোনাভাইরাস এর আইসোলেশনে।

করোনার জন্য আইসোলেশন এগিয়ে এক তরুন-তরুনীর প্রেমে পড়ে যায়।
এবং ওখান থেকে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়।
এমন ঘটনা ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়।

সূত্রে জানা যায়, করোনার জন্য আইসোলেশন সেন্টারে অনেক লোক ভর্তি হয়,
তাদের মধ্য থেকে এক দারুণ এক তরুণী প্রেমের বন্ধনে আবদ্ধ হয়।
ওই তরুণ-তরুণীকে আনা হয়েছিল করোনা ভাইরাস এর জন্য।

চিকিৎসকরা জানান, অনেক নিষেধ করার পরেও ঐ তরুণ-তরুণী আইসোলেশন সেন্টারের বারান্দায় এসে প্রায় প্রতিদিন কথা বলতেন।

আইসোলেশন এ থাকা অবস্থায় তাদের মধ্যে প্রেমের বন্ধন সৃষ্টি হয়।
পরবর্তীতে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরলে,
আইসোলেশন এ থাকা অবস্থায় প্রেমের সার্থকতা খুঁজে পায়, তারা দুজন দুজনকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে ফেলে।

তবে তাদের বিয়ে দুই পরিবারের সম্মতিতে করেছেন।

আইসোলেশন থেকে প্রেম প্রেম, এরপরে বিয়ের বন্ধনে আবদ্ধ,
এটাই প্রেমের অন্যরকম দৃষ্টান্ত।

Related Posts
x