
করোনায় কোয়ারেন্টিন সেন্টারে গণধর্ষণের শিকার এক মধ্যবয়সী নারী
করোনায় কোয়ারেন্টিন সেন্টারে অবস্থানরত এক মধ্য বয়সী মেয়েকে গণধর্ষণের অভিযোগ করা হয়েছে।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটে ভারতের রাজস্থানে।
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য প্রকাশ করা হয়,
সেখানে বলা হয়, ভারতে এক মাসেরও বেশি লকডাউন দেওয়ার কারণে এক প্রদেশ থেকে অন্য প্রদেশের যাওয়া দিনমজুর গুলো বিপাকে পড়ে যায়।
ভুক্তভোগী ওই নারী ও একজন দিনমজুর।
লকডাউনে কাজ বন্ধ হওয়ায় ওই মেয়েটির বাড়ির পথে পায়ে হেঁটে রওনা হয়।
মাইলের পর মাইল হেঁটে আসার পর বিপদে পড়ে ওই মেয়েটি থানায় গিয়ে আশ্রয় চায়।
থানা কর্তৃপক্ষ তাঁকে পাশের কোয়ারেন্টিন সেন্টারে থাকার ব্যবস্থা করে দেয়।
ওই দিন মেয়েটিকে ওই সেন্টারে তিনজন যুবক ধর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ।
রাজস্থানের বাতোদা থানার প্রধান জানায়, ওই নারী জয়পুরে কাজ করতে,
সেখান থেকে আসার পর যে বিপদে পড়ে যায়।
পরে তাকে ওই কোয়ারেন্টিন সেন্টারে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়।
সেখানে সে ধর্ষিত হয়।
ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন থানা প্রধান।