September 16, 2021 || 11:35 am

কওমী মাদরাসার শিক্ষক-শি’ক্ষার্থীদের প্রতি হেফাজত মহা_সচিবের আহ্বান….!

কওমী মাদরাসার শিক্ষক-শি’ক্ষার্থীদের প্রতি হেফাজত মহা_সচিবের আহ্বান….!

আজ (১৫ সেপ্টেম্বর) এ’ক বিবৃতিতে ‘তি’নি বলেন, করোনা মহামারির কারণে দী’র্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে মাদরাসাগুলো খুলে দে’ওয়া হয়েছে। এদিকে কওমী শিক্ষা বছরের প্রায় অ’র্ধেক শেষ হয়ে গিয়েছে।

 

 

এমতাবস্থায় মাদরাসা ছাত্র-শি’ক্ষদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন পাঠদানের দি’কে বিশেষভাবে নজর দেন। শিক্ষা বছরের যে ক্ষতি হয়ে’ছে, তা পরিপূর্ণ পোষাতে না পারলেও যত্নশীল হলে’ ইনশাআল্লাহ ক্ষতি অনেকটা পুষিয়ে নে”ওয়া যাবে।

মাদরাসাসহ সকল শি’ক্ষা প্র”‘তিষ্ঠান খুলে দেওয়ায় সকাররের প্রতি দেশের সকল ক’ওমী মাদরাসার মুহতামীম ও আলেমসমাজের প’ক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানিয়ে আ’ল্লামা নুরুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে মাদরাসা খু’লে দেওয়ায় সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জা’নাচ্ছি।

 

 

পাশাপাশি মাদরাসার সং’শ্লিষ্ট দা’য়িত্বশীলদের প্রতি আহবান থাকবে, তারা যেন শি’ক্ষক ও শি’ক্ষার্থীদের জন্য সরকার ঘো’ষিত স্বাস্থ্যবিধি অ’নুস্মরণ করার ব্যবস্থা ক’রেন।

এছাড়াও করোনা মহা’মারী থেকে মুক্তির জন্য প্রতিটি মাদরাসায় নিয়মিত ম’হান আল্লাহর কাছে বিশেষ ভাবে দু‘আ ও বেশি বেশি ন’ফল ইবাদত করার জন্য আহ্বান জানিয়েছেন হেফাজত ম’হাসচিব।

Related Posts
x