
এসএসসি ও এইচএসসি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিবৃতি
এস’এস’সি ও এইচ’এস’সি পরীক্ষার বিষয়ে নতুন বি’বৃতি দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্র’ণালয়। মঙ্গলবার (২২ জুন) রাত ১০টা ৫৬ মিনিটে মন্ত্রণা’লয়ের ভেরি’ফায়েড ফেসবুক পেজে বিবৃতি’টি প্রকাশ করা হয়েছে। প্রকা’শিত বিবৃতি পাঠক’দের জন্য হু’বহু তুলে ধরা হলো।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা জানি এসএসসি ও এইচএসসি পরীক্ষা’র্থীরা ভীষণ উ’দ্বেগের মধ্যে আছে। আমরা এটা নিয়ে ব্যাপক আ’লোচনা করছি। আমরা খুব শিগ’গিরই সিদ্ধান্তটি জানিয়ে দেব। আর বেশি দিন উদ্বেগ-উৎক’ণ্ঠার মধ্যে থাকতে হবে না। তিনি বলেন, ‘২০২০ সালে এসএসসি পরীক্ষা হয়েছিল সেটার ফলা’ফল আমরা প্রকাশ করেছি। এইচএসসি বিকল্প পদ্ধতি’তে মূল্যায়ন করেছি।
শিক্ষা’মন্ত্রী আজ ৪৩ লাখ শিক্ষার্থী’কে উপবৃত্তি ও টিউশন ফি প্রদান সংক্রান্ত এক ভার্চু’য়াল অনুষ্ঠানে এসব কথা বলেন। অনু’ষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।
২০২১ সালের জানু’য়ারি থেকে জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ’মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী’দের উপবৃত্তি ও টিউশন ফি বাবদ মোট ১ হাজার ৭৮ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ১০ টাকা প্রদা’ন করা হয়েছে। এর মধ্যে উপ’বৃত্তি বাবদ ২৯ হাজার ৩০১টি শিক্ষা প্রতি’ষ্ঠানের ৪২ লাখ ৮৪ হাজার ৯২৮ জন শিক্ষার্থী’কে মোট ৮৮২ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়। এছাড়া শিক্ষা’র্থীদের টিউশন ফি বাবদ দেওয়া হয় ১৯৫ কোটি ৯৯ লাখ ২২ হাজা’র ৪১০ টাকা।
মন্ত্রী বলেন, ‘প্রধান’মন্ত্রীর শিক্ষা সহা’য়তা ট্রাস্টের সমন্বিত উপবৃ’ত্তি ক’র্মসূচির আওতায় এই অর্থ ইএ’ফটির মাধ্যমে সরাসরি শিক্ষা’র্থীদের কাছে পৌঁছে যাবে।’
মাধ্যমি’ক ও উচ্চ’শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগ’রি ও মাদ্রাসা শিক্ষা বিভা’গের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রধান’মন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের ব্যবস্থা’পনা পরিচালক নাসরীন আফরো’জ, ট্রাস্ট ফান্ডের সমন্বিত উপবৃ’ত্তি কর্মসূচির স্কিম পরিচা’লক শরীফ মোর্ত’জা মামুন এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা’রা ভার্চুয়াল অনুষ্ঠা’নে সংযুক্ত ছিলেন। এতে দেশে’র চারটি উপজে’লা থেকে ১০টি শিক্ষা প্রতি’ষ্ঠানের ১৬ জন শিক্ষা’র্থীও অংশ নেন।
Leave a Reply