
এরশাদের মরদেহ শেষবার দেখতে চান সানাই!
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল ১৪ জুলাই তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৯ বছরে মৃত্যু বরণ করেন।আজকে সর্বপ্রথম তাকে জাতীয় সংসদ ভবনে এরপর বায়তুল মোকাররম ও সর্বশেষ তার নিজ বিভাগ রংপুরে জানাজা দেওয়া হবে।আগামীকাল বনানী কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হবে।
বাংলাদেশের সাবেক সফল প্রেসিডেন্ট এরশাদ এর মৃত্যুর পর সানাই হঠাৎই বলেন ‘আমি চেষ্টা করছি তার চেহারা টা প্রথম এবং শেষ বারের মতো দেখার!’
এরপর তার কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন ‘,রংপুরের মেয়ে হিসেবে আমি যখনই আমার দিদা বাড়ির নাম মিডিয়ার কারো সামনে বলতাম তখনই আমাকে একটা কথাই সবাই বলতো,এরশাদের এলাকার মেয়ে!কিন্তু তার জীবদ্দশায় কখনও একবারের জন্যেও দেখা কিংবা কথা হয় নি!এই প্রথম এবং শেষ বারের মতো তার চেহারা টা দেখতে চাই!’
সিনিয়র রিপোর্টার : কাজী
Leave a Reply