
এবার লকডাউন নিয়ে যা বললেন হাইকোর্ট
করোনা ভাইরাস সংক্রমণ রোধে রাজধানী ঢাকাকে লকডাউন করা হবে কিনা এই সিদ্ধান্ত নেবে সরকার।
এখানে আদালতের কিছুই করার নেই বলে মন্তব্য করেন হাইকোর্ট।
এই লকডাউন নিয়ে হাইকোর্টে রিট করা হলে এই রিটের শুনানি রবিবার (১৪ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ মন্তব্য করেন।
একই সঙ্গে এই রিটের ওপর আদেশ করার জন্য আগামীকাল সোমবার (১৫ জুন) দিন ধার্য করেন আদালত।
করোনাভাইরাস থেকে বেঁচে থাকার জন্য (১১ জুন) ঢাকাকে পুরোপুরি লকডাউন করার জন্য হাইকোর্টে রিট করা হয়।
একই সঙ্গে করোনা চিকিৎসা সুবিধার জন্য অক্সিজেন ক্যানোলা সংগ্রহের নির্দেশনা চাওয়া হয়।
আইনজীবী মাহবুবুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরশেদ এই রিট করেন।
Leave a Reply