
এবার লকডাউনে মাঠে নামছে সেনাবাহিনী
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য যেসকল এলাকাগুলোকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে,
যেসকল এলাকাগুলোতে সরকারি নির্দেশনা সঠিকভাবে পালন করার জন্য সেনা টহল জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনা সংক্রমণ ঠেকানোর জন্য ঢাকার ৪৫ টি এলাকায় রেড জোন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ সকল রেড জোন এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের কিছু এলাকা রেড জোনের আওতায় নেয়া হয়েছে।
সেই সাথে সকল শিক্ষাপ্রতিষ্ঠান আবার আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এর পাশাপাশি যে সকল এলাকাগুলো রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে,
সে সকল এলাকাগুলোতে আগামী ৩০ জুন পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
Leave a Reply