
এবার বাংলাদেশেই দেখা মিলল পঙ্গপালের মতো বিরল প্রজাতির পোকা
ভারত মহাসাগর বেরিয়ে একদল পঙ্গপাল ভারতে এসে কৃষিজমিতে ধস নেমে দিয়েছে।
এসব পঙ্গপাল কৃষি চাষাবাদ খেয়ে সব সাবাড় করে দিচ্ছে।
এর পরে আসবে বাংলাদেশে, এমন ইঙ্গিত পাওয়া গেছে ভারতের এক হিন্দু পত্রিকার প্রতিবেদনে।
এবার বাংলাদেশ টেকনাফের এক পোল্ট্রি ফার্মে এমন বিরল প্রজাতির পোকার সন্ধান পাওয়া গেছে।
পোকাগুলো গাছের পাতা খেয়ে সাবাড় করছে।
জানা যায়, টেকনাফের এক বাড়ির আঙ্গিনায় এক গাছে এই প্রজাতির পোকা দেখা যায়।
পোকা গুলো গাছের সব পাতা খেয়ে ফেলছে, কোথাও কোথাও আবার ওই পোকাগুলো গাছের নরম বাকল গুলোও খেয়ে ফেলছে।
আবার কিছু কিছু পাতা পোকা খাওয়ার মত ছিদ্র হয়ে গেছে।
সেইসাথে কিছু পাতা চলছে উঠেছে।
গত ১৮ এপ্রিল টেকনাফে বিরল প্রজাতির এই পোকা প্রথম দেখা যায়।
পরে এই বিষয়টি কৃষি কর্মকর্তাকে জানালে তারা কীটনাশক ব্যবহার করে ওই পোকা গুলিকে ধ্বংস করে দেয়।
স্থানীয়রা জানিয়েছেন, টেকনাফের বিভিন্ন এলাকায় বিভিন্ন কাছে এবং কৃষি চাষাবাদ এই পোকা গুলো গাছের পাতা- ফল, আবাদি ফসল খেয়ে ফেলছে খেয়ে ফেলছে ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের মোহাম্মদ নাসির উদ্দিন বলেন,
ওই বিরল প্রজাতির পোকাগুলো পঙ্গপালের মতো দেখতে হলেও,
কিন্তু এগুলা পঙ্গপাল না।
এই ধরনের পোকা বাংলাদেশের আর কোথাও দেখা যায়নি।
Leave a Reply