শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভার্চুয়ালি দেওয়া এক, ভাষণে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।,
এসময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনে’ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান।👇
তিনি বলেন, আমরা দখলদার শক্তি ইসরাইলকে পূর্ব👇 জেরুসালেমসহ ১৯৬৭ সালে দখলকৃত ফিলিস্তিন ভূ-খণ্ড থেকে চলে যেতে এক বছর সময় দিয়েছি।
প্রেসিডেন্ট আব্বাস বলেন, জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী ইসরাইল ও ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত মর্যাদা দেওয়ার বিষয় নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয়ে ‘এ বছরজুড়ে কাজ করতে ’ ফিলিস্তিনিরা প্রস্তুত রয়েছে। তবে এ সময়ের মধ্যে সংকট সমাধান না হলে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরাইলের স্বীকৃতি কেন বজায় রাখতে হবে?✅
মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখলের বৈধতা প্রশ্নে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতে যাবে।✅
Leave a Reply