October 1, 2021 || 12:11 pm

একটি অসুস্থ হনুমানের বাচ্চাকে নিজের ছেলের মতোন দুধ খাইয়ে ঘুম পাড়াচ্ছেন এই বৌদি, তুমুল ভাইরাল ভিডিও..!

বর্তমান যুগে সব কিছু মাধ্যমই এ’খন অগ্রগতির শিখরে। এই অগ্রগতির যুগে বিজ্ঞান ছুঁয়েছে সা’ফল্যের শিখর। মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে সব জটিল মাধ্যমগু’লো’কেই হাতের মুঠোয় আনতে সফল হয়েছে। মানুষ এখন নিমি’ষে অধিক জটিলতর কাজ করে ফেলতে পারে। বর্তমান যুগে’ এসে খবরাখবর, খেলাধুলা, গানবাজনা ও মনোরঞ্জন মানু’ষের হাতের মুঠোয় এসেছে একটি মাধ্যমের সাহায্যে সেটি “হলো সোশ্যাল মিডিয়া।

এমনকি এটি আপনার থেকে দূরে থাকা ‘কোনো মানুষের সাথে নিমিষেই বার্তা লাভ স্থাপন করতে পারে। আম’রা যেকোনো জায়গায় স্মার্ট ফোনের সাহায্যে টেলিভিশ’ন দেখার উপভোগ করতে পারি, যেখানে পূর্বে আমরা একটি স্থি’র স্থানে দাড়িয়েই উপভোগ করতে পারতাম। কোনো খবরাখ’বর জানতে চাইলেও সেটিও আপনি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে’ জেনে যেতে পারেন যেকোনো স্থানে।’

এমনকি এই সোশ্যাল মিডিয়ার সাহায্যে স’হজেই বাড়িতে বসে আমরা বিভিন্ন জ্ঞান আহরণ করতে পারি। এ’ই সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা নিমিষেই বাড়িতে বসে বিষ’য়ভিত্তিক শিক্ষা আহরণ করতে পারি। মানুষ এখন এই ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত্যধিক ডিজিটাল হয়ে উঠেছেন’। এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মানুষ নিজের ব্য’বসা অগ্রসর করতে ডিজিটাল ব্যবসা শুরু করেছেন।’

এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ‘বহু মানুষ টাকা উপার্জন করেন এবং রোজকার করেন। বহু মানুষ অ’ন্যদের রোজকারের সুবিধা করে দিয়েছেন এই সোশ্যাল মিডিয়া’র মাধ্যমে। বর্তমানে কোনো প্রতিভা শুরুতেই শেষ হয়ে যায় না এই ‘সো’শ্যাল মিডিয়ার কারণে। প্রতিভাবান ব্যক্তিরা নিজের প্রতিভার ভিডিও বানিয়ে এই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এবং নিজে’র প্রতিভার প্রকাশ ঘটান।”

বহু মানুষ নিজের প্রতিভা এই সোশ্যাল মিডি’ য়াতে প্রকাশ করে রাতারাতি এক সাফল্যের শিখরে পৌঁছে জন প্রি’য় হয়েছেন এবং স্টার হয়েছেন।আপনিও নিজের প্রতিভা এখা’নে প্রকাশ করতে পারেন ও রাতারাতি স্টার এবং প্রচুর সাফল্য পে’তে পারেন। বহু মানুষের বিভিন্ন মুহূর্তের ভিডিও ভাইরাল হতে দে’খা যায় এই সোশ্যাল মিডিয়ায়। ইদানিং এক বিবাহিতার পশু’প্রেমমূলক একটি ভিডিও ভাইরাল হচ্ছে এই সোশ্যাল মিডি’য়ায়।

ভিডিওটির প্রথম অংশে দেখা যাচ্ছে এক বিবা’হিতা একটি ছোট্ট হনুমান ছানাকে তার সন্তানের মতো খাইয়ে দিচ্ছে’ন এবং ঘুম পাড়াচ্ছেন। অতঃপর দেখা যাচ্ছে ওই বিবাহিতা’র বাড়িতে আসা ক্ষুদার্থ হনুমানদের ওই বিবাহিতা যত্নের সহিত খা’বার খাওয়াচ্ছেন। এই সম্পূর্ণ মুহূর্তটি ওই বিবাহিতার ‘স্বামী ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে’ছেন। এই ভিডিওটি নিমিষে ভাইরাল হয় এই সোশ্যাল মিডি’য়ায়।

সোশ্যাল মিডিয়ার দর্শকদের এই ভিডিওটি খুবই’ ভালো লেগেছে তা সোশ্যাল মিডিয়ার দর্শকরা কমেন্ট করে ‘”। ভিডিওটিতে ওই বিবাহিতার পশুপ্রেম দেখে মুগ্ধতা প্রকাশ করেছে’ন সোশ্যাল মিডিয়ার দর্শকরা। এই বিবাহিতার নাম মোনালিসা’। তিনি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্লাটফর্ম ইউটিউবে ‘ বানান। তিনি তার নিঃসার্থ পশুপ্রেমের জন্য সোশ্যাল মি’ডিয়ায় খুবই জনপ্রিয়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বহু ভা’ইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নিয়েছে।’

এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ার দর্শক’রা ওই বিবাহিতার দিকে প্রশংসার ঝড় তুলেছেন। আপনিও এই ভি’ডিওটি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। এই ভিডি’ওটি Badri Narayan Bhadra ইউটিউব চ্যানেলে কিছু,দিন আগে আপলোড করা হয়েছে। এই ভিডিওটিকে বহু মা,নুষজন দেখেছেন এবং উপভোগ করেছেন। এই ভিডিও,,টিকে বহু মানুষজন লাইক করেছেন এবং বহু মানুষজন কমে ন্ট করে তাদের মতামত জানিয়েছেন। এই ভিডিওটিকে বহু মানুষজন শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দে,খার সুযোগ, করে দিয়েছেন।,

Related Posts
x