
এই ৩ টি লক্ষণ আপনার মাঝে থাকলে আপনি ‘করোনা ভাইরাসে’ আক্রান্ত
সারা পৃথিবীতে করোনাভাইরাস এক মহামারী আকার ধারণ করেছে।
প্রতিনিয়ত মানুষ করেনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
এবং এই কারোনা আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে।
যারা এই প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাদের মাঝে কিছু আলামত দেখা যায়।
যদি আপনি নিচের তিনটি লক্ষণ এর মধ্যে পরেন তাহলে বুঝবেন আপনি করোনার দিকে ধাবিত হচ্ছেন।
√ যদি আপনার শরীরে করোনা বাসা বাঁধে,
তাহলে প্রথম দিকে আপনার শুকনো কাশি হবে এবং কাশির সঙ্গে কফ আসবে।
√ হঠাৎ করেই শরীরের তীব্র জ্বর আসবে, এবং এই জ্বর আপনার শরীর থেকে নামতেই চাইবে না।
√ জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট হবে,
এবং সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়বে।
সেখান থেকে দেহের নানা ধরনের সমস্যা দেখা দেবে।
Leave a Reply