May 27, 2020 || 5:17 am

উদ্দেশ্যমূলকভাবে গণস্বাস্থ্যের করোনা কিটের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে; মির্জা ফখরুল

গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরিকৃত করোনা ভাইরাস পরীক্ষার কিট ঔষধ প্রশাসন পরীক্ষা করছে না বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশে প্রতিনিয়ত করোনার সংক্রমণ বেড়েই চলেছে, সেইসাথে বৃদ্ধি হচ্ছে করোনায় মৃত্যুর হার।
সাধারণ জনগণের পাশাপাশি এই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যক্তি।

তিনি আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা কিট যখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তখন হঠাৎ করে সরকারের ঔষধ প্রশাসন গণস্বাস্থ্য কেন্দ্রের ওই কিট ট্রায়াল স্থগিত করে দেওয়া হয়েছে ।

এতে এটাই প্রমাণিত হয় যে, সরকারের ঔষধ প্রশাসন উদ্দেশ্যমূলকভাবেই এই কিট পরীক্ষার জন্য আগ্রহী নয়।

আমরা চাই গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা কিট পরীক্ষার জন্য একটা সমাধান করা হোক।

Related Posts
x