
আরও ২ দিনের রিমান্ডে ডা. সাবরিনা চৌধুরী
করোনা ভাইরাসে’র নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেফতার জে’কে’জি হেলথ’কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।




শুক্রবার (১৭ জুলাই) ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানে’র আদালতে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয়।




এর আগে দুপুর ১২টা ৮ মিনিটে কড়া নিরা’পত্তার মাধ্যমে ডা. সাব’রিনাকে আদালতে হাজির করা হয়। তেজগাঁও থানার প্রতারণা মাম’লায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি)।




শুনানি শেষে বিচারক মাসুদুর রহমান সাবরিনা’র দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৪ জুলাই ডা. সাব’রীনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ সে রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে।




এর আগে ডা. সাবরীনার স্বামী জে’কে’জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফ চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করে কারা’গারে পাঠানো হয়।
পরে গত বুধবার ডা. সাবরীনার স্বামী আরিফ চৌধুরী’কে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদা’লত।




গত ২৩ জুন জেকেজির গুল’শান কার্যা’লয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান’টির প্রধান নির্বাহী ও ডা. সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ছয়’জনকে গ্রেপ্তার করে পুলিশ।




Leave a Reply