November 22, 2021 || 9:53 am

আমেরিকা প্রবাসী ৬ অভিনেত্রীর টিকটক ভিডিও ভাইরাল (ভিডিও)

কোটি টাকা নিয়ে স্বামী খুঁজছেন বড়লোক ডিভোর্সি নারী ১ বাচ্চার মা.!
শিরীন বকুল, বন্যা মির্জা, শ্রাবন্তী, নওশিন, মোনালিসা’ ও মিলা হোসাইন। কাউকেই আর আগের মতো দেখা যায় না অ’ভিনয়ে। সবাই এখন আমেরিকাপ্রবাসী। সেখানেই তারা নিউ ইয়র্ক ‘শহরে বাস করেন পরিবার নিয়ে। মাঝেমধ্যে দেশে এসে বেড়িয়ে’ যান। কেউ কেউ দুই একটি কাজও করেন অনুরোধে।
নীল শাড়িতে রোমান্টিক মুডে পরীমনি..!
পর্দার আড়ালে চলে গেলেও বা অনিয়মিত হলেও এই তারকাদের আবেদন যে এখনো ফুরায়নি তা টের পাওয়া গেল ‘মোনালিসার পোস্ট করা একটি ভিডিওতে। ফেসবুকে মাত্র এক ঘ’ণ্টায় সেই ভিডিওটি দেখা হয়েছে সাত হাজারেরও বেশি।’
দেশের প্রথম নায়িকার সন্তানের জীবন চলছে ভিক্ষার টাকায়…!
১২ সেপ্টেম্বর দিনগত রাতে মোনালিসা একটি ভিডিও পো’স্ট করেন ফেসবুকে। সেটি মূলত একটি টিকটকের ভিডিও। ‘সেখানে ক্যামেরা হাতে ছিলেন মোনালিসা। আর তার সঙ্গে ছিলেন’ অভিনেত্রী শিরীন বকুল, বন্যা মির্জা, শ্রাবন্তী, নওশিন ও ‘মিলা হোসাইন।
সকালবেলা হট স্টাইলে সুন্দরী বৌদির নাস্তা করার ভিডিও তুমুল ভাইরাল, (ভিডিও)

এক সময়ের জনপ্রিয় এসব অভিনেত্রীদের অনেকদিন পর’ একসঙ্গে পেয়ে ভিডিওটি বেশ উপভোগ্য ‘হয়ে উঠে ভক্ত’দের কাছে।
দিদি জামার চেন বন্ধ করতে ভুলে গেছ?’ ক্যামেরার সামনেই পোশাক বদলে ট্রোলড উরফি..!
তবে তাদের ভিডিওর সবেচেয়ে বড় চমক হিসেবে ধরা দি’লেন ‘ব্লাক ডায়মন্ড’ খ্যাত গায়িকা বেবী নাজনীন। মোনালিসা’রা ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’ গানের স’ঙ্গে ঠোঁট মিলিয়ে টিকটক করছিলেন। ভিডিওর শেষদিকে দেখা দেন বেবী নাজনীন। গানের মূল শিল্পীকে চোখের সামনে গাইতে দেখে’ অবাক হওয়ার ভান করেন এই ছয় তারকা’।
মহানবী (সাঃ) এর জীবনী পড়ে মুগ্ধ হয়ে কলেজ ছাত্রীর ইসলাম ধর্ম গ্রহণ…!

তবে এক ভিডিওতে এত তারকাকে দেখে বেশি অবাক ‘হয়েছেন তাদের ভক্তরা।’

এক হাতে বিশাল বড় বাস চালিয়ে নিয়ে যাচ্ছেন গৃহবধূ, নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল (ভিডিও)

মোনালিসার পোস্ট থেকে জানা গেল, মডেল ও অভিনেত্রী’ মিলা হোসাইনের বাসায় জমেছিলো জমজমাট আড্ডা। সেখা’নেই আড্ডার ফাঁকে ছবি আর ভিডিও নিয়ে মেতে উঠেছিলেন তারকা’রা।

স্বল্প পোশাকে নৌকার মাঝে সুন্দরী, মেয়ের অ,শ্লীল নাচের ভিডিও তুমুল ভাইরাল, (ভিডিও)

Related Posts
x