
‘আমি কোভিড-১৯ নেগেটিভ, এটি মোটেও সত্য নয়’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন,




তিনি তার করোনা আক্রান্ত এ বিষয়ে তার ফেসবুক ভেরিফাইড পেজ এ তিনি নিজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন।




মাশরাফির করার বিষয়টি পরবর্তীতে গণমাধ্যম এবং ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
এবং তার প্রায় সকল ভক্ত জেনে যায় মাশরাফি বিন মুর্তজা করোনা ভাইরাসে আক্রান্ত।




করোনা আক্রান্ত হয়ে মাশরাফি-বিন-মর্তুজা তার করোনার চিকিৎসা বাসা থেকে নিয়েছেন।




এর পরবর্তীতে মাশরাফি বিন মর্তুজা কে নিয়ে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়েছে সে করোনা নেগেটিভ হইছে।




তিনি এই ভিত্তিহীন কথাটির সত্যতার বিষয়ে তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে ২৮ জুন (রবিবার) একটি পোস্ট দিয়েছেন,




তিনি ওই পোস্টে লিখেছেন,
“বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ।
এটি মোটেও সত্য নয়।




এখনও পুনরায় টেস্ট করাইনি।
১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে।
মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি।




বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি।
বড় কোনো শারীরিক সমস্যা নেই।
আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি।




সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।
আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।
আল্লাহ সহায়।”




Leave a Reply