
আমি ‘করোনা ভাইরাসের’ কাছে হার মানবো না; প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রাণঘাতী এই করোনা ভাইরাসের কাছে হার না মানার প্রত্যয় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘মৃত্যুর ভয়ে ভীত হয়ে করোনার কাছে হার মানতে হবে, এটা তো হবে না, আমি হার মানবো না।
মৃত্যু তো হবেই, মৃত্যু যে কোনও মুহূর্তে যে কোনও কারণে হতে পারে।
কিন্তু ভয়ে ভীত হয়ে অদৃশ্য শক্তির কাছে হার মানতে হবে, তা হবে না।’
সোমবার (১৫ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস একটি অদৃশ্য শক্তি।
অর্থের দিক থেকে যারা এগিয়ে, অস্ত্রের দিক থেকে যারা এগিয়ে সেই দেশগুলো আজ কোথায়?
তাদের অস্ত্র, অর্থ কোন কাজে আসছেন ।
এর কারণ আমি নিজেও জানিনা, হয়তো এটা আল্লাহর খেলা!
এই করোনাভাইরাস অদৃশ্য শক্তির কাছে সমস্ত পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে উদযাপন করা হয়েছে,
যেন কোন জনসমাগম হয় এজন্যই এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।
কারণ মানুষকে বাঁচানো, মানুষকে খাওয়ানো, মানুষকে চিকিৎসাব্যবস্থা সঠিকভাবে দেওয়ার জন্য আমরা সেই দিকগুলো বিশেষভাবে লক্ষ রেখেছি ।
তিনি আরো বলেন, এই ডিজিটাল পদ্ধতিতে বিধায় আমি মানুষের সম্মুখে বারবার আসতে পেরেছি ,
মানুষের সাথে কথা বলতে পেরেছি,
আমি মানুষের সব মুখে বারবার আসে যেন মানুষ আস্থা পায়, বিশ্বাস পায়, বিশ্বাস মানুষের মাঝে ধরে রাখতে হবে।
তিনি আরো বলেন, ‘আমি হার মানবো না ‘ আমাদেরকে সেই ভাবে প্রচেষ্টা চালাতে হবে।
এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের জনগণকে এই করোনা থেকে বাঁচার জন্য যা যা নির্দেশনা দেয়া হয়েছে তা মেনে চলার অনুরোধ করেন তিনি।
Leave a Reply