
আমি আমার নিজের ঢোল নিজে পিটাবো কেন? – মাশরাফি
নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তাজা এমপি হওয়ার পর থেকেই এই সাত মাসেই অনেক কাজ করেছেন।কিন্তু এতে তিনি তার কাজগুলো নিজেই হাইলাইটস করে নিজেকে বড় করছে এমন নয়!ইতিমধ্যে,মাশরাফির ছোঁয়ায় নড়াইলের সব কিছুই বদলে গেছেন।নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের তিনি তাদের কাজের প্রতি দায়িত্বশীল করেছেন,ফাঁকিবাজ ডাক্তারদের শাস্তি দিয়েছেন এবং হাসপাতালে আরো অতিরিক্ত চারজন ডাক্তার যুক্ত করেছেন।চিকিৎসা ক্ষেত্রে নড়াইল এখন অনেক উন্নত বলা বাহুল্য।
তাছাড়া,অন্য সকল দিক দিয়েও এমপি মাশরাফি সমান নজর রেখেছেন।নড়াইলের নতুন রাস্তা গড়ে তুলা,কৃষকদের ধাণের ন্যায্য মূল্যের ব্যাবস্থা,নদী ভাঙন রোধ এবং নড়াইলের দূর্ঘটনার কবলে পড়াদের তাৎক্ষণিক অর্থ প্রদান ও সেবার ব্যবস্থা করেও সহযোগিতা করেছেন।
এই সাত মাসে তিনি অনেক কাজই করেছেন। কিন্তু এতে তিনি মাথা উচু্ঁ করে নিজের কাজগুলো বলছেন না।এটাই হয়তো মাশরাফির সাথে অন্য সকল রাজনীতিবিদদের পার্থক্য।
গতকাল এক সাংবাদিক জানতে চাইলেন,’সাত মাসে আপনি কি কি করলেন?’
এতে উত্তরে মাশরাফি জানান,’আমি আমার নিজের ঢোল নিজে পিটাবো কেন?আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন,তাহলেই বুঝবেন আমি কি কি করলাম৷’
রিপোর্ট – Jahidul Sunny
Leave a Reply