September 27, 2021 || 11:27 am

আবারো ভাইরাল অভিনেত্রী মিথিলার উইকিপিডিয়া প্রো’ফাইলে খোলামেলা ছবি…!

আবারো ভাইরাল অভিনেত্রী মিথিলার উইকিপিডিয়া প্রো’ফাইলে খোলামেলা ছবি…!

 

বিশেষ করে তাহসানের সঙ্গে বিচ্ছেদ,, প্রেমের গুঞ্জন এবং সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ে নিয়ে। এর মাঝে, তার বেশকিছু খোলামেলা ছবিও ভাইরাল হয়। সম্প্রতি, সেগুলো স্থান পেয়েছে উইকিপিডিয়া প্রোফাইলে!,

 

গত বছরের নভেম্বরে নির্মাতা এক্ও, পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনে,ত্রী রাফিয়াত রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়।,

 

সেই সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে প,ড়ে এ অভিনেত্রীর খোলামেলা শরীরের ভিডিও চ্যাট করার কি,ছু ছবি।

 

জানা গেছে, সেই ছবিগুলোই সম্প্রতি স্থান, পেয়েছে উইকিপিডিয়া প্রোফাইলে। এখন যেকেউ গু,গলে ‘রাফিয়াত রশিদ মিথিলা’ অনুসন্ধান করলেই ওই পেজ, সামনে আসে। আর এ পেজের প্রথম ছবিটি,ই বেশ খোলামেলা।,

 

তবে ছবিগুলো ভাইরালের পর সে,ই সময় মিথিলা বলেছিলেন, অস্বাভাবিক কোনো ছবি না এসব।,

 

এদিকে গত বছর ৬ ডিসেম্বর ভারতী,য় বাংলা সিনেমার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ে হয় বাংলাদে👇শি অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার। মিথিলা👇 বর্তমানে কলকাতায় শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন। মাঝেমাঝেই ভারতের বিভিন্ন তারকার সঙ্গে দেখা যায় মিথিলাকে।👇

 

আরো পড়ুন: ডিভোর্সি পরিচয় দিয়েই, ৩০ কোটি টাকার মালিক এসএসসি পাস সাদিয়া,

 

সম্প্রতি তাদের ছাদবাগানে বসেছে আস,র। ছবিতে দেখা যায়, এক বেঞ্চে সস্ত্রীক বসে আছেন টলিউড, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।,

 

দাঁড়িয়ে গান গাইছেন কলকাতার কবি শ্রী,জাত। তার সঙ্গে গিটার বাজাচ্ছেন টলিউড অভিনেতা যীশু সে,নগুপ্ত। একপাশ থেকে এ দৃশ্য ভিডিও করছেন রাফিয়াথ রশীদ মিথি,লা,র স্বামী পরিচালক সৃজিত মুখার্জি। ছবিকে ঘিরে নেটিজনরা না,না আলোচনা-সমালোচনা করেছেন। এর রেশ কাটতে না কা,টতেই ফের ইনস্টাগ্রামে নিজের খোলামেলা ছবি প্রকাশ, করলেন এই অভিনেত্রী। এর আগে এত খোলামেলা ছ,বি প্রকাশ করেননি মিথিলা।,

ডেইলি বাংলাদেশ/এনকে,

Related Posts
x