November 19, 2021 || 2:39 pm

আবারো কোমর দোলানো নাচ নেচে ভাইরাল শ্রীলেখা মিত্র

বিয়ের ৪ মাস পর সন্তানের জন্ম, দায়িত্ব নিতে নারাজ দম্পতি..!

এবার ‘মানিকে মাগে হিথে’ গানের সঙ্গে কোমর দোলালেন শ্রীলেখা মিত্র। সিংহলি পপ তারকা ইয়োহানি’
ঘন্টা চুক্তিতে যা করছে কলেজের ছাত্রীরা..!
ডি-সিলভার গাওয়া গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ঝ’ড় তুলেছেন এই বঙ্গ সুন্দরী। নিজের নাচের ভিডিও’

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, ‘কথা’ কিন্তু রাখলাম’। ইতিমধ্যেই এই নাচ দেখে মোহিত হয়েছেন ‘শ্রীলেখা ভক্তরা।
৩ বছরের মাথায় শিক্ষক-ছাত্রী থেকে স্বামী-স্ত্রী তারা! মিডিয়া নিউজ…!
নিজের ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করেছেন শ্রীলেখা।’ এতে দেখা যায়, লাল স্লিভলেস কুর্তির সঙ্গে প্রথমে সাদা প্লা’জো পরেছিলেন। পরে অবশ্য তিনি কালো প্যান্টের সঙ্গে কুর্তিটি ‘ম্যাচ’ করে পরেছিলেন। ‘মানিকে মাগে হিথে…’, ইয়োহানির গাও”য়া গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন শ্রীলেখা। খোলা আকাশের নিচে সবুজ ঘেরা পরিবেশে আরও মোহময়ী লাগছিল অভিনেত্রীকে’। অবশ্য গানের ফিউশন মিউজিক বেছে নিয়েছিলেন তিনি।’
বেডরুমে সুন্দরী বৌ,দির শরীর ব্যায়ামের, হট ভিডিও ভাইরাল, (ভিডিও)
শ্রীলেখার ইনস্টাগ্রামের ওয়ালে ইতোমধ্যেই কমেন্টের বন্যা বয়ে’ গেছে। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ।’ আরেক নেটিজেন ‘লিখেছেন, ‘এভাবেই ভালো থাকুন।’ বঙ্গ সুন্দরীর এই ভিডি’ওতে ‘ফিদা’ নেটপাড়া।
আবারও পুত্র সন্তানের মা হলেন শ্রাবন্তী..!
উল্লেখ্য, ইয়োহানি ডি-সিলভার গাওয়া মানিকে মাগে হিথে ‘গানটি বিপুল জনপ্রিয় হয়েছিল। সিংহলী সুন্দরীর এই গানে মজেছেন বলিউড থেকে আমজনতা। খুব কম তারকাই এই গানের জা’দু থেকে নিজেকে বাদ রাখতে পেরেছে। কিন্তু এর আগে শ্রীলেখা’কে এই গানে কখনও ছন্দ মেলাতে দেখা যায়নি। ফলে স্বাভাবিক’ভাবেই নায়িকাকে নতুন রূপে দেখে খুশি ভক্তরা।

এবার বাবার বাড়ি ফিরলেন তুলে নিয়ে বিয়ে করা সেই তরুণী..!

Related Posts
x