October 30, 2019 || 8:08 pm

আবারও রাজধানীর মিরপুরে ৫ শিশু নিহত


রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফরিত হয়ে ৫ শিশু নিহত হয়েছে আহত হয়েছে আরও ১৫ জন।
বিকেলে মিনিপুর স্কুলের রূপনগর শাখার উল্টো দিকে ১১ নম্বর সড়কে এই দুর ঘটনাটি ঘটে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে কয় একজনের অবস্থা আশঙ্কা জনক। জানাগেছে এক বেলুন বিক্রেতা গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বিক্র করছিলেন বিক্রেতা তার ভ্যনের চারপাশে ভির করে দারিয়ে ছিলো অনেক গুলো শিশু। হঠাৎ বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফরিত হয়ে নিহত হয় ৫ শিশু, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related Posts
x