May 21, 2022 || 1:40 am

আবদুল গাফ্‌ফার চৌধুরীকে, কখনো ভুলবেন না পরী…!

বুদ্ধিজীবী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত লেখক, আবদুল গাফ্‌ফার চৌধুরীর মৃত্যুতে মুষড়ে পড়েছেন অভিনেত্রী পরীমনি। তাঁর মৃত্যুর, খবর পাওয়ার পর থেকেই কাঁদছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। দূরদেশে বসেও পরীর দুঃখের, দিনগুলোতে পাশে ছিলেন এই কিংবদন্তি। পরীকে, নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি বিশেষ লেখা লিখেছিলেন আবদুল গাফ্‌ফার, চৌধুরী। পরীমনি যখন মামলা-মোকদ্দমার কবলে পড়ে, আদালতের দরজায় তখন লিখেছিলেন একটি কবিতা। দেশীয় জাতীয় দৈনিকে ছাপা হওয়া কবিতাটি,র শিরোনাম ‘পরীমনি, তুমি আমার জন্য কেঁদো না’। কবিতায়, পরীমনিকে তুলনা করেছেন নিজের মায়ের সঙ্গে। লিখেছেন, ‘তোমার চোখের কান্নায় দেখেছি আ,মার মায়ের চোখের জল।’

সেই কবিতা পড়ে নতুন করে কাঁদছেন পরী। আবদুল, গাফ্‌ফার চৌধুরীকে স্মরণ করে পরীমনি বললেন, ‘হোয়াটসঅ্যাপে টানা চার মাস প্রায় প্রতিদিন, আমার খোঁজ নিয়েছেন। খবরটা শোনার পর সত্যিই চোখটা, ভিজে গেছে আমার। কথা ছিল তিনি দেশে আসবেন, আমাদে,র দেখা হবে। অসুস্থতার মধ্যেও কল করেছিলেন। তাঁকে কোনো, দিন ভুলব না।’

Related Posts
x