
February 25, 2020 || 1:48 pm
আদালতে কেঁদে কেঁদে যা বললেন ‘পাপিয়া’
নরসিংদী জেলার আওয়ামী যুবলীগের মহিলা সহসাধারণ সম্পাদক পাপিয়া ।
শনিবার 22 শে ফেব্রুয়ারি পাপিয়াকে শাহজালাল বিমানবন্দর থেকে,
অর্থ পাচার, জাল টাকার কারবার, গ্রাম থেকে মেয়েদেরকে নিয়ে এসে পতিতাবৃত্তি করা, এসবের অভিযোগে শামীমা নূর পাপিয়াকে গ্রেফতার করে র্যাব ।
পাপিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৪ শে ফেব্রুয়ারি হাজির করা হয় ।
এ সময় পাপিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৩০ দিনের রিমান্ড আবেদন করা হয়,
পরে পাপিয়াকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
রিমান্ডের শুনানির পর পাপিয়া তার আইনজীবী দের বলেন এই ঘটনার জন্য আমার লাইফটা শেষ ।
রিমান্ডের শুনানি শেষে আদালত থেকে বের হয়ে,
পাপিয়া কাঁদতে কাঁদতে তার স্বামীকে বলেন ‘আমার লাইফটা শেষ’ ।
Related Posts