
আজ বুড়িগঙ্গা নদীতে ‘লঞ্চ’ ডুবে যাওয়ার সেই ভয়াবহ মুহূর্ত (ভিডিও)
অর্ধ শতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনায় ডুবে যায়।




ধারণা করা হয়েছে ওই লঞ্চটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল।




সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই লঞ্চ দুর্ঘটনা থেকে ৩০ জন মৃত যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
এরপরেও ওই লঞ্চের উদ্ধার কাজ চলছে।




সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বড় একটি লঞ্চ ছোট লঞ্চটিকে ধাক্কা দিয়ে পানির নিচে ডুবিয়ে দেয়।




বড় লঞ্চ টির তুলনায় ছোট লঞ্চটি ছিল অতি ছোটো,
তাই বড় লঞ্চটির সাথে ধাক্কা লাগা মাত্র ছোট লঞ্চটি উল্টে যায়।
তারপর বড় লঞ্চটি নিচে চলে যায় ছোট লঞ্চটি।




আর মুহূর্তের মধ্যেই ডুবে যায় ওই ছোট লঞ্চটি।
সূত্রে জানা যায় ছোটো লঞ্চটির নাম ছিল ‘মর্নিং বার্ড’
এবং বড় লঞ্চ টির নাম ছিল ‘ময়ূর-২’।




দুই লঞ্চের মাঝে এই দুর্ঘটনা ঘটে সকাল ৯:১৩ মিনিটের দিকে।




দুর্ঘটনার সাথে সাথে ঘটনা স্থলের লোকজনেরা দ্রুত তাদেরকে উদ্ধার করতে যায়।
এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীকে খবর দেয়া হলে পরে তারা এসে উদ্ধার কাজ চালায়।




দুর্ঘটনার পর কয়েকজন লোক হয়তো ডুবে যাওয়া লঞ্চ থেকে বের হয়ে সাঁতার কেটে নদীর কিনারায় আসে ।




Leave a Reply