আজ করোনা ভাইরাসের দ্বিতীয় টেস্ট করাবেন ক্যাপ্টেন মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা গত ২০ জুন করোনায় পজিটিভ হন। এরপর পর্যায়ক্রমে ছোটভাই, তার স্ত্রী এবং পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হন।

এরই মধ্যে তাদের নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশ হতে থাকে বিভিন্ন গণমাধ্যমে। শেষ পর্যন্ত নিজের ফেসবুক পেজের মাধ্যমে মাশরাফি জানালেন, ওই সংবাদগুলো সত্য নয়, আজ তিনি করোনার দ্বিতীয় টেস্ট করাবেন।

গতকাল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মাশরাফি নিজেই জানিয়েছেন, তিনি করোনার দ্বিতীয় টেস্ট করাতে যাচ্ছেন রোববার (আজ)। স্ত্রীসহ পরিবারের সবারই করোনা টেস্ট করাবেন এবং রিপোর্ট আসার পরপরই তিনি পাব্লিকলি সবাইকে জানিয়ে দেবেন, নিজের ফেসবুক পেজের মাধ্যমে। কোনো মিডিয়াকে নয়।

মাশরাফি তার পোস্টে বলেছেন, ‘পূর্বের ন্যায় আজকেও দেখলাম যে আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন।

আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে, দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন।’

নড়াইল এক্সপ্রেস আরও জানান, ‘আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে, আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো। ইনশাআল্লাহ আগামীকাল (আজ রোববার) আমিসহ আমার পরিবারের সবারই করোনা টেস্ট করাবো।

রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে জানিয়ে দিব। আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।’

Articles You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *