আজহারী হুজুর ‘করোনাভাইরাস’ থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিলেন..

বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাসের আতঙ্ক,
ইতিমধ্যে ১০১ একটি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজারের অধিক লোক মারা গেছে।
আক্রান্ত হয়েছে লক্ষাধিক মানুষ।

এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য মিজানুর রহমান আজহারী হুজুর দোয়া শিখিয়ে দিলেন।
এই দোয়া গুলো দিয়ে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে…

১)
اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.

বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন, ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থ:
হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।
[সুনান আবু দাউদ]

২)
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ
(তিরমিজি)

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।
বর্তমানে এই করোনাভাইরাস আতঙ্কে আছে সারা বিশ্বের মানুষ।
এটি একটি আল্লাহর গজব।
আল্লাহ করোনাভাইরাস থেকে সবাইকে হেফাজত করুক।
আমিন!

Articles You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *